পুঁজিবাজারে দরপতন অব্যাহত

গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে আগের দিনের ধারাবাহিকতায় নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। এক্সচেঞ্জটিতে গতকাল একই সঙ্গে বড় দরপতন হয়েছে। দেশের আরেক পুঁজিবাজার সিএসইতেও এদিন সূচকের পাশাপাশি লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বৈঠকের খবর গতকাল পুঁজিবাজারে বড় নেতিবাচক ভূমিকা রেখেছে। কেননা বৈঠকে আইএমএফ নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেয়া ফ্লোর প্রাইস তুলে দেয়ার বিষয়ে আলোচনা করবে বলে ধারণ করছেন বিনিয়োগকারীরা। তাছাড়া সাম্প্রতিক সময়ে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির প্রকাশিত আর্থিক ফলাফল বিনিয়োগকারীদের হতাশ করেছে। এসব কারণে গতকাল শেয়ার বিক্রির চাপ দেখা গিয়েছে, যা সূচকের পতনে ভূমিকা রেখেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর প্রথম ৮ মিনিট সূচক বাড়লেও শেয়ার বিক্রির চাপে পরে পয়েন্ট হারাতে থাকে। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে এর আগের দিনের তুলনায় ৭৭ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ১৯ পয়েন্ট কমে ২ হাজার ২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১২ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৭ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যালস ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারের।

ডিএসইতে গতকাল ৭৬৯ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৮২৭ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৬৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২৯টির, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত ছিল ২৩২টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। এক্সচেঞ্জটির ভ্রমণ ও অবকাশ খাতে এদিন সবচেয়ে বেশি ৬ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে ২ দশমিক ৬ শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল পাট খাত।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৪৩ পয়েন্ট কমে ১১ হাজার ১৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৭০ পয়েন্ট কমে ১৮ হাজার ৬২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত ছিল ১২৮টির বাজারদর। গতকাল সিএসইতে ২৩ কোটি ৬৭ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪০ কোটি ৭০ লাখ টাকা।