সপ্তাহের শুরুতেই সূচকে নিম্নমুখিতা

গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারো লেনদেন বিভ্রাট হয়েছে। এ কারণে দেড় ঘণ্টা বন্ধ ছিল এক্সচেঞ্জটির লেনদেন। এ  নিয়ে এক সপ্তাহের মধ্যে টানা দ্বিতীয়বার ডিএসইর লেনদেন কার্যক্রম বিঘ্নিত হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল ডিএসইর সূচক ও লেনদেনে নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে।

গতকাল সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর কথা থাকলেও সে সময় বিনিয়োগকারীরা ডিএসইতে কোনো শেয়ার কেনাবেচার আদেশ দিতে পারছিলেন না। ডিএসইর পক্ষ থেকে দুই দফায় ঘোষণা দিয়েও লেনদেন চালু করা যায়নি। পরবর্তী সময়ে বেলা ১১টায় সমস্যার সমাধান করে লেনদেন চালু করতে সমর্থ হয় এক্সচেঞ্জটি। লেনদেনে বিভ্রাটের কারণে ডিএসইর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলা হয়, প্রযুক্তিগত কোনো কারণে নয় বরং এক্সচেঞ্জের মার্কেট অপারেশন বিভাগ ভুলবশত ৭০টি সিকিউরিটিজের পরিবর্তে সব সিকিউরিটিজের ওপর থেকে সার্কিট ব্রেকার তুলে দেয়। পরবর্তী সময়ে এ ত্রুটি সংশোধন করে লেনদেন চালু করা হয়। গতকাল বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলে। ২টা ৩০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত ছিল পোস্ট ক্লোজিং সেশন। এর আগে ২৪ অক্টোবর ট্রেডিং সফটওয়্যারে সমস্যার কারণে তিন ঘণ্টার বেশি সময় ডিএসইর লেনদেন বন্ধ ছিল। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার লেনদেনে বিঘ্ন ঘটার বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, এরই মধ্যে ডিএসইর লেনদেনে বিঘ্ন ঘটার কারণ অনুসন্ধানে বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করেছে। গতকালের লেনদেন বিভ্রাটের বিষয়টিও কমিটি তদন্ত করে দেখবে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল বেলা ১১টায় লেনদেন শুরুর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে ডিএসইএক্স সূচক। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত গতকাল দিন শেষে এর আগের দিনের তুলনায় ৪৪ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৩৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ২১ পয়েন্ট কমে ২ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ২৬৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে। এর আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৪০৩ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানেজমেন্ট ও ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার।

ডিএসইতে গতকাল ৮২৬ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ৯৫ কোটি টাকা।