২৯ শিল্পে বিনিয়োগ ছাড়াবে ২৫০ কোটি ডলার

সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। ২০৩০ সালের মধ্যে এগুলো বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এ ধারাবাহিকতায় ২০১৬ সালে প্রধানমন্ত্রী ১০টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নকাজের সূচনা করেন। ২০১৯ অর্থনৈতিক অঞ্চলের শিল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। আগামী ২৬ অক্টোবর অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নিয়ে কর্মসূচির আয়োজন করেছে বেজা। ওইদিন ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেজার তথ্যানুযায়ী, শিল্পের উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৯ শিল্পে এখন পর্যন্ত বিনিয়োগ হয়েছে প্রায় ৬১ কোটি ডলার। আরো বিনিয়োগ হবে প্রায় ১৯২ কোটি ২৩ লাখ ৯০ হাজার ডলারের। মোট বিনিয়োগ ২৫০ কোটি ডলার ছাড়াবে।

বেজা জানিয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেজা ২০১৩ সাল থেকে পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনীতির দৃশ্যপট পরিবর্তন করতে কাজ করে যাচ্ছে। ২০১৬ সালে কভিড-১৯ মহামারীর কারণে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশের উন্নয়নকাজ স্থবির হয়ে পড়লেও বেজা চেষ্টা করেছে তার কার্যক্রম স্বাভাবিক রাখার। এরই ধারাবাহিকতায় বেজা আগামী ২৬ অক্টোবর ২০২২ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অর্থনৈতিক অঞ্চলের ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন-২০২২ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।

বেজার তথ্যমতে, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় বেজা দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহ প্রদান করে আসছে। এ পর্যন্ত সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে ৯৭টি অর্থনৈতিক অঞ্চল। যার মধ্যে ২৮টি অর্থনৈতিক অঞ্চলে উন্নয়নকাজ চলমান রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল ও সাবরাং ট্যুরিজম পার্কে এ যাবৎ প্রায় ২২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গিয়েছে। এছাড়া ১২টি লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে এরই মধ্যে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে।

বর্তমানে ২৯টি শিল্পপ্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে বাণিজ্যিক শিল্পোৎপাদন শুরু করেছে এবং আরো ৬১টি শিল্প নির্মাণাধীন রয়েছে। অঞ্চলগুলোতে উল্লেখযোগ্য বিদেশী বিনিয়োগ হয়েছে জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, আমেরিকা, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, নরওয়েসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। বেজা ঝামেলামুক্ত ব্যবসা পরিচালনার জন্য ওএসএস আইন ২০১৮ প্রণয়নের মাধ্যমে দেশের প্রথম ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সেন্টার চালু করেছে। বর্তমানে বেজা ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সেন্টার থেকে বিনিয়োগকারীদের ১২৫টি পরিষেবা প্রদান করছে, যার মধ্যে ৪৮টি পরিষেবা অনলাইনে প্রদান করা হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে প্রথমবারের মতো উদ্বোধন হতে যাচ্ছে চারটি শিল্পের বাণিজ্যিক কার্যক্রম। যার মধ্যে রয়েছে ভারতের এশিয়ান পেইন্টস, জাপানের নিপ্পন, বাংলাদেশ ম্যাকডোনাল্ড ও টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামুদা কনস্ট্রাকশন লিমিটেড। শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলেও প্রথমবারের মতো উদ্বোধন হতে যাচ্ছে একটি কারখানা ডাবল গ্লেজিংলি। এছাড়া বিভিন্ন বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের আরো আটটি শিল্প ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে যাচ্ছে। যার মধ্যে রয়েছে দেশের সর্ববৃহৎ পিভিসি কারখানা। বাণিজ্যিক আত্মপ্রকাশের প্রস্তুত এ ১৪টি শিল্পে এরই মধ্যে প্রায় ৯৬ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ডলার বিনিয়োগ করা হয়েছে। আগামীতে ব্যবসা সম্প্রসারণে আরো ৩৩ কোটি ১২ লাখ ৭০ হাজার ডলার বিনিয়োগ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

বেজা বলছে, প্রধানমন্ত্রী যে ২৯টি শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন, সেখানে এখন পর্যন্ত বিনিয়োগ হয়েছে প্রায় ৬১ কোটি ডলার। আরো বিনিয়োগ হবে প্রায় ১৯২ কোটি ২৩ লাখ ৯০ হাজার ডলার। এসব শিল্পে এরই মধ্যে ৬ হাজার ৪০৭ জনের কর্মসংস্থান হয়েছে। আরো ৩৮ হাজার ৬৫৮ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল এবং সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবন বিএসএমএসএনের ২০ কিলোমিটার দীর্ঘ শেখ হাসিনা সরণি, ২৩০ কেভিএ গ্রিড লাইন এবং সাব-স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো একই সঙ্গে উদ্বোধন হতে যাচ্ছে। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে পানি সরবরাহে নির্মিতব্য ৫০ এমএলডিওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী।