যুক্তরাষ্ট্রের গম রফতানিতে নিম্নমুখিতার আভাস

২০২২-২৩ মৌসুমে যুক্তরাষ্ট্রের গম রফতানি কমার আশঙ্কা তৈরি হয়েছে। বৈরী আবহাওয়ায় রফতানিতে নেতিবাচক প্রভাব পড়ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ওয়ার্ল্ড এগ্রিকালচারাল সাপ্লাই ডিমান্ড অ্যান্ড এস্টিমেটস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, এ মৌসুমে দেশটি ৭৭ কোটি ৫০ লাখ বুশেল গম রফতানি করতে সক্ষম হবে। সেপ্টেম্বরে দেয়া পূর্বাভাসের তুলনায় রফতানি পাঁচ কোটি বুশেল কমবে বলে জানানো হয়েছে নতুন পূর্বাভাসে।

ইউএসডিএ বলছে, এ পূর্বাভাস সত্য হলে এটি হবে ১৯৭১-৭২ মৌসুমের পর সর্বনিম্ন রফতানি। স্থানীয় বাজারে সরবরাহ কমে যাওয়া, রফতানি বাজারে বিক্রির গতি শ্লথ হয়ে পড়া এবং বেশি দামের কারণে বিদেশের বাজারে দেশটির গম আকর্ষণ হারাচ্ছে। ২০২১-২২ মৌসুমে ৮০ কোটি বুশেল গম রফতানির প্রাক্কলন করেছিল ইউএসডিএ। ২০২০-২১ মৌসুমে যা ছিল ৯৯ কোটি ৪০ লাখ বুশেল। অর্থাৎ রফতানি অব্যাহত কমছে।

ইউএসডিএর ন্যাশনাল এগ্রিকালচারাল স্ট্যাটিসটিকস সার্ভিসের দেয়া তথ্য বলছে, স্থানীয় বাজারে গম সরবরাহ কমছে। কারণ এবার আবাদ ও উৎপাদনদুটোই নিম্নমুখী। আগের মৌসুমের তুলনায় উৎপাদন ১৩ কোটি ৩০ লাখ বুশেল কমবে। উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ১৬৫ কোটি বুশেলে।