জিডিপিতে শিল্পের অবদান বাড়াবে হালকা প্রকৌশল খাত

দেশের জাতীয় আয়ে বর্তমানে শিল্প খাতের অবদান ৩৭ শতাংশ। তবে হালকা প্রকৌশল খাতকে শক্তিশালী করার মাধ্যমে এটি ৪০ শতাংশে উন্নীত করা সম্ভব। জাতীয় শিল্পনীতি ২০২২-এ সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। জাতীয় আয়ে হালকা প্রকৌশল শিল্প খাতের অবদান বাড়ানোর জন্য শিল্প মন্ত্রণালয় এ খাতের জন্য একটি শিল্প উন্নয়ন নীতিমালা ২০২২ অনুমোদনও দিয়েছে।

স্থানীয় শিল্পকে ক্যাপিটাল মেশিনারি, স্পেয়ার পার্টস এবং অন্যান্য বিভিন্ন উপাদান সরবরাহ ও মেরামত সেবা প্রদান করে হালকা প্রকৌশল শিল্প খাত। জাতীয় শিল্পনীতি ২০২২-এর লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, সরকারের সামগ্রিক রূপকল্প ২০৪১ অর্জনের লক্ষ্যে জনশক্তির দক্ষতা, উৎপাদনশীলতা ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে ২০২৭ সালের মধ্যে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান ৪০ শতাংশে উন্নীতকরণ। একই সঙ্গে টেকসই ও উন্নত প্রযুক্তি আহরণ এবং বিদ্যমান প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশের হালকা প্রকৌশল শিল্পের শক্তিশালী ভিত্তি তৈরি করার কথা বলা হয়েছে। এছাড়া হালকা প্রকৌশল শিল্পসহ বৃহৎ শিল্পের অগ্র ও পশ্চাত্মুখী শিল্প গড়ে তোলার মাধ্যমে উচ্চপ্রযুক্তির ভারী শিল্প স্থাপনের পরিবেশ সৃষ্টি করার কথা বলা হয়েছে শিল্পনীতিতে।

হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালা ২০২২ অনুযায়ী, জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার এ খাতের অবকাঠামো উন্নয়নে পর্যাপ্ত সহায়তা করবে এবং ইউটিলিটি সেবা নিরবচ্ছিন্নভাবে সরবরাহও নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবে। সব বিভাগে এ শিল্পের উন্নয়নের জন্য শিল্প পার্ক গড়ে তোলা হবে। বিদ্যমান ক্লাস্টার, অর্থনৈতিক অঞ্চল, রফতানি প্রক্রিয়াকরণ এলাকা, বিসিক শিল্পনগরী ও হাই-টেক পার্কে বিশেষ ভর্তুকি মূল্যে প্রয়োজনীয় জমি বরাদ্দ দেয়া হবে। এ খাতের উন্নয়ন, রফতানি বৃদ্ধি ও আমদানির বিকল্প পণ্য উৎপাদনে বিসিকের পর্যাপ্ত সহায়তা ও ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির জন্য প্রযুক্তিগত সহায়তা দেবে সরকার। আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের জন্য বিটাকসহ অন্য সব প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা, এ খাতের সম্ভাবনাময় পণ্যের জন্য দীর্ঘমেয়াদে সরকারের পক্ষ থেকে ভেন্ডর নিয়োগ দেয়া এবং এ খাতের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাক্রম ও প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করবে। সরকার হালকা প্রকৌশল খাতের বাজার সম্প্রসারণ ও মেড ইন বাংলাদেশ পণ্য তৈরি ও প্রসারে সহায়তা করবে। এ খাতে গবেষণা বাড়ানোর জন্যও পর্যাপ্ত সহায়তা করা হবে। এ খাতে টেকসই উন্নয়নের জন্য শিল্প ক্লাস্টার স্থাপন, গবেষণা ও উন্নয়নে পর্যাপ্ত অবকাঠামো সুবিধা পাওয়ার জন্য কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপন, গুণগত মান নিশ্চিত করা ও সনদায়ন করতে চাহিদামতো সরকার পরীক্ষা সুবিধা নিশ্চিত করবে।

এ বিষয়ে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক বলেন, এ নীতিমালা আইনে পরিণত হলে আমরা সব সুবিধা পাব। এ নীতিমালা আইনে পরিণত নাহলে এ শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেমন বিভিন্ন সার কারখানা, সিটি করপোরেশনের কর্ণধাররা অনেক কিছু মানতে চান না। নীতিমালা অনুযায়ী যদি আমরা সবকিছু ২০২৭ সালের মধ্যে শেষ করতে পারি, তাহলে জাতীয় আয়ে বিশাল অবদান রাখতে পারব। পাকিস্তান আমল থেকে হালকা শিল্প খাতে আমাদের কোনো নীতিমালা ছিল না। প্রথমবারের মতো এ নীতিমালা পাওয়ায় আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। দেশের বাইরে থেকে বিনিয়োগ আসার জন্যও এ নীতিমালা কার্যকরী ভূমিকা রাখবে বলে জানান তিনি। এ নীতিমালার মাধ্যমে দেশে দক্ষ জনবল তৈরি হবে বলেও আশাবাদী আবদুর রাজ্জাক।

প্রসঙ্গত, ধাতব ও অধাতব বস্তু ব্যবহার করে বিভিন্ন ধরনের মেশিনারি, যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ উৎপাদন, উন্নয়ন বা ডিজাইন করে প্রকৌশল বা প্রযুক্তির সমন্বয়ে ম্যানুয়াল, সেমি অটোমেটিক বা অটোমেটিক পদ্ধতি ব্যবহার করে হালকা প্রকৌশল পণ্য উৎপাদন করা হয়।