সরকার কমালেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল

দেশের বাজারে সম্প্রতি সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমিয়েছে সরকার। কিন্তু দিনাজপুরের হিলিতে সরকারি নির্দেশনা না মেনেই বেশি দামে বিক্রি হচ্ছে পণ্যটি। এতে ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে এখনো বাজারে নতুন তেল না আসায় সরকার নির্ধারিত দামে বিক্রি করা যাচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে তেল বিক্রি করা হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানিয়েছে। এ সময় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা করে কমানোর কথা বলা হয়। এতে এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৮ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৫৮ টাকা নির্ধারণ করা হয়। পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল ৮৮০ টাকা নির্ধারণ করে সরকার।

নতুন দরে মঙ্গলবার থেকে বাজারে সয়াবিন তেল বিক্রি হবে বলে ব্যবসায়ীদের সংগঠনটি জানিয়েছিল। তবে এখনো হিলি বাজারের অধিকাংশ দোকানেই পুরনো মূল্য ১৯২ টাকায় সয়াবিন তেল বিক্রি হচ্ছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। তার পরও কেউ যদি সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি মূল্যে বিক্রি করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।