ব্যারেলে ১০০ ডলারকে ইতিবাচক হিসেবে দেখছে ওপেক প্লাস

অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের উদ্বেগ ক্রমেই বাড়ছে। বিশেষ করে আসন্ন শীত মৌসুমকে ঘিরে ইউরোপসহ শীর্ষ ব্যবহারকারী দেশগুলো সরবরাহ নিয়ে চরম আশঙ্কার মধ্যে দিন পার করছে। বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ যেমন রয়েছে, তেমনি মুদ্রাসংকোচন নীতির কারণে মন্দার উদ্বেগও বাড়ছে। এমন পরিস্থিতিতে ব্যারেলপ্রতি ১০০ ডলারকে জ্বালানি তেলের ন্যায্যমূল্য হিসেবে দেখছে রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে এ দাম সহজেই খাপ খাইয়ে নিতে পারবে বলে মনে করছেন জোটটির বিশ্লেষকরা।

বিশ্বব্যাপী উত্তোলিত দৈনিক ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের ৪০ শতাংশই আসে ওপেক প্লাসভুক্ত দেশগুলো থেকে। সরবরাহ নীতির মাধ্যমে জোটটি জ্বালানি পণ্যের দৈনিক বাজারদর নির্ধারণে শক্তিশালী প্রভাব রাখে। জোটটির নেতৃস্থানীয় দেশ রাশিয়া ও সৌদি আরব।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোয় দেশ দুটির ওপেক প্লাস নেতারা জানিয়েছেন, বর্তমানে ঊর্ধ্বমুখী চাহিদা পূরণে জ্বালানি তেলের পর্যাপ্ত বৈশ্বিক সরবরাহ নিশ্চিত করাই জোটের মূল নীতি, নির্দিষ্ট দামের ওপর নির্ভরশীল থাকা নয়।

ওপেক প্লাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমাদের লক্ষ্য এক বছরেরও কম সময়ের মধ্যে জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য নিয়ে আসা। পরিস্থিতি বিবেচনায় এ সময়সীমা সর্বোচ্চ দেড় বছর হতে পারে।

চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য আনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দাম। যখন সরবরাহের তুলনায় চাহিদার পরিমাণ বেশি থাকে তখন স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়। আবার ঠিক উল্টোটা ঘটলে দাম কমে। জোটভুক্ত দেশগুলোর দামসংক্রান্ত বিবৃতি এবং তাদের সরবরাহ বাড়ানো কিংবা কমনোর ওপর নির্ভর করছে উত্তোলকরা কতটুকু মুনাফা তুলে আনতে পারবেন।

জোটভুক্ত তিনটি দেশের সরকারি সূত্র ও বিশ্লেষকরা রয়টার্সকে জানান, ওপেক প্লাসের সাম্প্রতিক ইঙ্গিত বলছে, অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের পছন্দসই দাম ৯০-১০০ ডলারের মধ্যে। এর আগে ওপেক প্লাসের পর্যবেক্ষকরা ব্যারেলপ্রতি ৭৫ ডলারকে ভারসাম্যপূর্ণ দাম হিসেবে উল্লেখ করেছিলেন।

তথ্য বলছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) বেশির ভাগ সময়জুড়ে ১০০-১২০ ডলারের মধ্যে প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হয়েছিল। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতির মধ্যে থাকা অনেক দেশই বিপাকে পড়ে। 

এর পর থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কয়েকটি দেশ সৌদি আরব ও অন্য শীর্ষ দেশগুলোকে উত্তোলন বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছে। উদ্দেশ্য ঊর্ধ্বমুখী বাজারদরে লাগাম টেনে ধরা। কিন্তু সৌদি আরবসহ শীর্ষ উত্তোলক দেশগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিবৃতির মাধ্যমে দাম বাড়ানোর কথা জানিয়েছে।

এসব বিবৃতির চূড়ান্ত ফল দেখা দিল ওপেক প্লাসের সাম্প্রতিক উত্তোলন বৃদ্ধিসংক্রান্ত সিদ্ধান্তে। জোটটি উত্তোলন বৃদ্ধির মাসভিত্তিক লক্ষ্যমাত্রা কমিয়ে দৈনিক ১ লাখ ব্যারেলে নির্ধারণ করেছে। অনেক বিশ্লেষকই মনে করছেন, বর্তমানে ওপেক প্লাসে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৯০ ডলারের ওপরে ধরে রাখতে চায়। আর এ কারণেই উত্তোলন বাড়ানোর নীতিতে পরিবর্তন আনা হয়েছে।

অন্য একটি সূত্র জানায়, উপকরণ ও উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে জ্বালানি তেল উত্তোলন বাড়ানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে উত্তোলকদের লাভের পরিমাণ বাড়ানো প্রয়োজন, যাতে তারা তাদের বাজেটের মধ্যে ভারসাম্য রাখতে পারে। আর এজন্যই দামের ঊর্ধ্বমুখী সীমা ধরে রাখা প্রয়োজন।

তিনটি সূত্র বলছে, প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ১২০-১৩০ ডলারে উঠিয়ে আসা ঝুঁকিপূর্ণ। আর সৌদি আরব এ পর্যায়ে উঠে আসাকে প্রতিরোধ করবে। তবে ব্যারেলপ্রতি ১০০ ডলার অর্থনীতিতে খুব একটা প্রভাব ফেলবে না।