থানার মধ্যেই মহিলা পুলিশের গায়ে হলুদ

বিশ্বজুড়ে মহামারী নভেল করোনাভাইরাস আতঙ্ক। বিপর্যস্ত চারপাশের সকল মানুষ। করোনার লকডাউনে কত স্বপ্ন-আশা এখন গুড়োবালি। করোনার দ্বিতীয় ঢেউয়ের লকডাউনের জন্য চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্যদের ছুটি বাতিল করেছে ভারতের রাজস্থান। এই পরিস্থিতিতে ছুটি না পেয়ে থানাতেই গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হলো মহিলা পুলিশ আশার।


শনিবার (২৪ এপ্রিল) সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। গায়ে হলুদের অনুষ্ঠানে পরিবারের লোকজন না থাকলেও দুঙ্গারপুর পুলিশ স্টেশনের সহকর্মীরা উপস্থিত ছিলেন।


গত বছরের মে মাসে তাদের বিয়ের কথা ছিল। কিন্তু করোনার লকডাউনের জন্য তা বাতিল হয়। পরে চলতি বছরের ৩০ এপ্রিল বিয়ের দিন নির্ধারণ করা হয়। কিন্তু করোনার জন্য ছুটি পাননি কেউই। তাই বিয়েতে গ্রামের বাড়ি যাওয়ার আবেদনও মঞ্জুর হয়নি। গায়ে হলুদের দিনও ডিউটি করেন এবং থানাতেই গায়ে হলুদ হয়। সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় অনুষ্ঠানটি।


স্টেশন ইনচার্জ দিলীপ দান জানিয়েছেন, যখন জানতে পারি আশা ছুটি না পাওয়ায় গায়ে হলুদের জন্য বাড়ি যেতে পারছে না তখন আমরাই অনুষ্ঠানের আয়োজন করি। আশাকে চমক দিতে চেয়েছিলাম আমরা। তবে সন্ধ্যার দিকে তার ছুটি মঞ্জুর হয়েছিল।