নির্বাচনের মুখে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

একুশের নির্বাচনের মুখে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন দিলীপ, এমন অভিযোগ করে সোচ্চার হল তৃণমূল কংগ্রেস। বুধবার টুইটারে দিলীপের বক্তব্যের ভিডিয়ো পোস্ট করে নিন্দায় মুখর হয় জোড়াফুল শিবির। ওই ভিডিয়োতে তৃণমূল সুপ্রিমো সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন মেদিনীপুরের সাংসদ।

এ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, 'এইরকম কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষবাবু ছাড়া আর কারওর থেকে প্রত্যাশিত নয়! একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এইরকম নিন্দনীয় ভাষা প্রয়োগ প্রমাণ করে যে বিজেপি নেতারা মহিলাদের সম্মান করে না। বাংলার মা-বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই অপমানের যোগ্য জবাব দেবে ২ মে।'

উল্লেখ্য, অতীতেও নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। একুশের ভোটযুদ্ধে তৃণমূলনেত্রীকে প্রায় প্রতিদিনই নিশানা করছে পদ্মশিবির। পালটা আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।