এসএমই ব্যাংক প্রতিষ্ঠার চেষ্টা করব: শিল্পমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের জন্য আলাদা এসএমই ব্যাংক করার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর নানা শর্তের কারণে এসএমই উদ্যোক্তারা প্রয়োজন অনুসারে ঋণ পান না। এবার এসএমই ব্যাংক করার চেষ্টা করব।আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিতএক আলোচনা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আরও উপস্থিত ছিলেনশিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো.মাসুদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, এসএমই উদ্যোক্তাদের অন্যতম প্রধানসমস্যা পুঁজির অভাব। ব্যবসাকে একটি মহৎ পেশা উল্লেখ করে তিনি বলেন, রাতারাতি বড়লোকহওয়ার মানসিকতা ত্যাগ করে ক্রেতার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসা পরিচালনা করতেহবে।

শিল্পমন্ত্রী বলেন, এসএমই খাতের জন্য আলাদা ব্যাংক দরকার। এটা নিয়েদাতা সংস্থাসহ অনেকেরই পরামর্শ আছে।