চাষাবাদ শিখতে বিদেশ ভ্রমণে খরচ ধরা হয়েছে সাড়ে ১৬ লাখ

জলবায়ু সংশ্লিষ্ট কৃষি ও পানি ব্যবস্থাপনা সম্পর্কে
প্রশিক্ষণ নিতে ১০ কর্মকর্তা বিদেশ ভ্রমনে যাবেন। প্রতিজনের পেছনে প্রকল্প থেকে খরচ
হবে সাড়ে ১৬ লাখ টাকা। করোনায় বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও থেমে নেই তাদের ভ্রমণ।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ক্লাইমেট স্মার্ট কৃষি ও সেচ ব্যবস্থাপনা প্রকল্পটি আজ একনেক সভার কার্যতালিকায় রাখা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই এই অস্বাভাবিক খরচে বিদেশ ভ্রমণে আর বাধা থাকছে না।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মতিউর রহমান বলেন, বিষয়টি নিয়ে আগেই পিইসি সভা হয়েছে।
করোনা থাকলে বিদেশ ভ্রমণ হবে না। তবে এটা যদি কোনো
টেকনিক্যাল ট্রেনিং হয় তা হলে তো যারা ট্রেনিং করাবে সেই ইনস্টিটিউটকেও তো টাকা দিতে
হবে। এই ব্যয় লাগতে পারে।
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবনা থেকে জানা গেছে, ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে প্রকল্প এলাকায় শতকরা ২ শতাংশ শস্য নিবিড়তা অর্থাৎ ১৭৬ থেকে ১৭৮ শতাংশ বৃদ্ধি করার লক্ষ নিয়েছে তারা। তাই প্রকল্প এলাকার উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং কমপক্ষে ১২টি জলবায়ু স্মার্ট প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে প্রকল্প এলাকায় সেচের পানি ব্যবহার দক্ষতা শতকরা ৫০ শতাংশ সাশ্রয়ী করা হবে। প্রকল্প এলাকায় প্রতিবছর ১২০ টন দানাদার বীজ, ৪০ টন ডাল জাতীয় ফসলের বীজ এবং ৪০ টন তেল জাতীয় ফসলের বীজ উৎপাদন বৃদ্ধি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। আর এজন্যই ‘ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের’ (সিএসএডব্লিউএমপি) আওতায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৮ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক ঋণসহায়তা দেবে ৮৪ কোটি ৮০ লাখ টাকা। বাকি ২১ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সরকারি কোষাগার থেকে মেটানো হবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) বোর্ড থেকে অনুমোদন এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্তৃক ঋণগ্রহণের সম্মতিপত্র রয়েছে। যদিও ইতোমধ্যে ৬ মাস অতিক্রম করেছে। তারপরও প্রকল্পের মেয়াদ ২০২১ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রস্তাব করেছে। অর্থাৎ পাঁচ বছর লাগবে এই প্রকল্পটি বাস্তবায়নে। আর কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) প্রকল্পটি বাস্তবায়ন করবে। ১০ অঞ্চলের ১৭ জেলার ২৭ উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
জেলাগুলো হলো- নরসিংদী, ময়মনসিংহ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কক্সবাজার, সিলেট, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, যশোর, নড়াইল, বরিশাল, পটুয়াখালী, গোপালগঞ্জ ও রাজবাড়ী। কৃষি বহুমুখীকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, সেচের পানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি, দারিদ্র্য নিরসন এবং প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে এই প্রকল্পটি অবদান রাখবে বলে কৃষি মন্ত্রণালয় থেকে জানা গেছে। আর কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য থেকে জানা গেছে, কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের (সিডিএমপি) প্রথম পর্ব (২০০৪-০৯) চলাকালে কৃষিতে ‘বিপর্যয় ঝুঁকি ব্যবস্থাপনা’ কার্যক্রমে এই সেক্টরের দুর্বলতা ও ঝুঁকি চিহ্নিত করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রতিক্রিয়া হিসেবে এ সময় উপজেলায় কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের কারণে জীবিকা অভিযোজন (এলএলসিসি) চালু করা হয়। এলএলসিসি শস্য, শাকসবজি, উদ্যানতত্ত্ব, সেচ, মিঠাপানির উৎস, জৈবশক্তি, প্রাণিসম্পদ ও বনজ খাতের বিকল্পগুলো চিহ্নিত করা হয়। তবে চিহ্নিত ক্ষেত্রগুলোর সম্ভব হচ্ছে না। গ্রামীণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির লক্ষ্যে চিহ্নিত অঞ্চলগুলোতে সমন্বিত কৃষি উন্নয়নের জন্য বিশ্বব্যাংক ১২ কোটি ডলারের সমপরিমাণ অর্থ দিতে সম্মত হয়।
জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদফতর এবং মৎস্য অধিদফতরের আওতায় পৃথক পৃথক প্রকল্প বাস্তবায়ন হবে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদফতর ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার প্রোডাকশন উন্নয়ন নিয়ে কাজ করবে। দেশের মোট ২৭টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এ অঞ্চলগুলোতে জলবায়ুসহিষ্ণু কৃষির তেমন কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। ফলে কৃষিক্ষেত্রে উন্নয়ন কাক্সিক্ষত পর্যায়ে উন্নত হয়নি এবং এ অঞ্চলের মানুষ ধীরে ধীরে আর্থিকভাবে পিছিয়ে যেতে শুরু করে। তাই এসব অঞ্চলের গ্রামীণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি নেওয়া হচ্ছে।
প্রকল্পের আওতায় ২১৩ জনকে প্রশিক্ষণ প্রদান, ২৩ হাজার
১২৭টি প্রদর্শনী স্থাপন করা হবে। এ ছাড়া ৩ হাজার ১৯২টি কৃষি যন্ত্রপাতি সংগ্রহ করা
হবে। এর মধ্যে রয়েছে- কম্বাইন্ড হারভেস্টার, মেইজ সেলার মেশিন, বীজের আর্দ্রতামাপক
যন্ত্র, সিড গ্রেডিং চালু, রাইস ট্রান্সপ্লান্টার, ডিজিটাল ওয়েট মেশিন, ফিতা পাইপ ও
বীজ সংরক্ষণ পাত্র। এ ছাড়া ২৬৪টি নানা বিষয় নির্মাণ করা হবে। এর মধ্যে অন্যতম পলিনেট
হাউস, ড্রিপ ইরিগেশন পদ্ধতি, বারিড পাইপ ইরিগেশন পদ্ধতি, সোলার সিস্টেমে সেচ, কৃষিপণ্য
সংগ্রহ সেন্টার ইত্যাদি।


