কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ
পঞ্চগড়ের সেনপাড়া সীমান্ত থেকে ওয়াসিম (১৫)
নামে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার
বিকেলে উপজেলা সদরের অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তে ৭৪৬ নম্বর মেইন পিলার
এলাকা থেকে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাঁকে ধরে নিয়ে
যান।
বিজিবি সূত্র জানায়, বুধবার বিকেলে
সেনপাড়া এলাকার রেজাউল করীমের ছেলে ওয়াসিম নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের
আওতাধীন অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ৪-৫ জন ভারতে অবৈধ
অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয় গোড়ালবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের
ধাওয়া করে। সবাই পালাতে সক্ষম হলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে
গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যান বিএসএফ সদস্যরা।
সেনপাড়া টোকাপাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব
সুবেদার শফিকুল ইসলাম জানান, সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ৪-৫ জন ভারতে অবৈধ
অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করেন গোড়ালবাড়ী ক্যাম্পের বিএসএফ
সদস্যরা। সবাই পালিয়ে গেলেও ধরা পড়ে এক কিশোর।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, কিশোরকে ফেরত পেতে কোম্পানি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।