শিশুদের বড় বিপদ ডেকে আনছে কোভিড, উপসর্গ না থাকলেও ভিতরে সমস্যা দেখা দিচ্ছে

প্রাথমিক অবস্থায় বোঝা যাচ্ছে না। কিন্তু মাস খানেক পরে কোভিডের কারণে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে শিশুদের মধ্যেও। 

শুধু বড়দের নয়, ছোটদের জন্য কোভিড সমস্যার সৃষ্টি করছে। প্রাথমিক ভাবে কোনও উপসর্গ দেখা না দিলেও পরে দেখা দিচ্ছে কোভিডের কারণে তৈরি হওয়া নানা সমস্যা। এমনই বলছে হালের গবেষণা। সম্প্রতি সেই রিপোর্টই প্রকাশ করা হয়েছে আমেরিকার Centers for Disease Control and Prevention-এর তরফে।


কী বলা হয়েছে সেই রিপোর্টে? দেখা গিয়েছে, কোভিডের কারণে শিশুদের মধ্যে মারাত্মক হারে বাড়ছে ডায়াবিটিসের পরিমাণ। টাইপ ১ বা টাইপ ২ দু’ধরনের ডায়াবিটিসেই আক্রান্ত হচ্ছে শিশুরা। গোটা আমেরিকা জুড়েই এই ছবি।


সূত্র : হিন্দুস্তান টাইমস