চতুর্থ দিনে উসমান খাজার দুর্দান্ত সেঞ্চুরি

সিডনি টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার বর্ষীয়ান ব্যাটার উসমান খাজা। অ্যাশেজে এর আগে আরো ৯ জনের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি ছিল। তবে ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে তিনি সিডনির মাঠে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। তাঁর সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডকে ৩৮৮ রানের বিশাল টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া।


শনিবার ম্যাচের চতুর্থ দিনে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ২৬৫ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ১৩৮ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন উসমান খাজা। ১২২ বলে ৭৪ রানের ইনিংস খেলে খাজাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ক্যামেরন গ্রিন। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে ইংল্যান্ড। জয়ের জন্য আগামীকাল পঞ্চম দিনে তাদের ৩৫৮ রান করতে হবে।


সিডনিতে প্রথমবার দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি ডগ ওয়াল্টার্সের। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬৮-৬৯ সালে এই কীর্তি গড়েন। এরপর ২০০৫-০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এবার উসমান খাজা তৃতীয় ব্যাটার হিসেবে সিডনির মাঠে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন।


এ ছাড়াও অ্যাশেজের ইতিহাসে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন ওয়ারেন বার্ডস্লে (অস্ট্রেলিয়া, ১৯০৯), হারবার্ট সাটক্লিফ (ইংল্যান্ড, ১৯২৫), ওয়ালি হেমন্ড (ইংল্যান্ড, ১৯২৯), ডেনিস কম্পটন (ইংল্যান্ড, ১৯৪৭), আর্থার মরিস (অস্ট্রেলিয়া, ১৯৪৭), স্টিভ ওয়া (অস্ট্রেলিয়া, ১৯৯৭), ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া, ২০০২) এবং স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া, ২০১৯)।