১০০ ট্রিলিয়ন ডলার ছাড়াতে যাচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদন

বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদন প্রথমবারের মতো ১০০ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়াতে যাচ্ছে। আগামী বছরই বিশ্ব এই মাইলফলক পার করবে বলে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) সাম্প্রতিক প্রতিবেদনে। খবর রয়টার্সের।

 

সিইবিআরের প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদন প্রথমবারের মতো ১০০ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াবে আগামী বছর। আর যুক্তরাষ্ট্রকে টপকে চীনের শীর্ষ অর্থনৈতিক শক্তির দেশ হওয়াটা যতটা সহজ ভাবা হয়েছিল, ততটা সহজ হবে না। এতে পূর্বানুমানের চেয়ে বেশি সময় লাগবে চীনের।

 

গত বছর ওয়ার্ল্ড ইকোনমিক টেবিলের প্রতিবেদনে বলা হয়েছিল, চীন যুক্তরাষ্ট্রকে ডিঙিয়ে বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ২০২৮ সাল নাগাদ আত্মপ্রকাশ করবে। এবার সিইবিআরের প্রতিবেদনে এ সময়সীমা বাড়ল। এতে বলা হয়েছে, চীন শীর্ষে উঠতে আরও দুই বছর বেশি সময় লাগবে। অর্থাৎ, ২০৩০ সাল নাগাদ দেশটি শীর্ষ অর্থনীতির দেশ হবে। একই সঙ্গে আগামী বছরই ফ্রান্সকে টপকে যাবে ভারত। আর ২০২৩ সাল নাগাদ দেশটি ব্রিটেনকে টপকে তালিকার ৬ নম্বরে আবার ফিরবে ভারত।