সরকারি ৩ ব্যাংকে নতুন এমডি নিয়োগ

সরকারি খাতের তিন ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডিকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি করা হয়েছে। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি করা হয়েছে কর্মসংস্থান ব্যাংকের এমডিকে। পাশাপাশি কর্মসংস্থান ব্যাংকের এমডি করা হয়েছে কৃষি ব্যাংকের এমডি শিরীন আখতারকে।

 

গতকাল রোববার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এসব নিয়োগ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইসমাইল হোসেনকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান পেয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডির পদ। আর সদ্য অবসরে যাওয়া কৃষি ব্যাংকের এমডি শিরীন আখতারকে কর্মসংস্থান ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

 

উল্লেখ্য, শিরীন আখতার কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালনকালে গত ১৪ ডিসেম্বর অবসর-উত্তর ছুটিতে যান।