বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা

ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট হামলা চালানো হয়েছে। গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরাকি নিরাপত্তা সংস্থা। খবর জেরুজালেম পোস্টের।

 

জেরুজালেম পোস্ট জানায়, দুইটি রকেট হামলা চালানো হলেও 'সি ক্যাম' নামের সুরক্ষা ব্যবস্থা দ্বারা তাদের একটি নিষ্ক্রিয় করা হয়। আরেকটি রকেট আঘাত হানে গ্রিন জোনের গ্রান্ড ফেস্টিভ স্কয়ারের কাছাকাছি। এতে বেসামরিক দুটি গাড়ি নষ্ট হয়।

 

এখন পর্যন্ত কোনো গ্রুপই এই হামলার দায় স্বীকার করেনি।

 

ইরাকের গ্রিন জোনে মার্কিন দূতাবাসে এখনো আড়াই হাজার মার্কিন সেনা উপস্থিতি রয়েছে।

 

গ্রিন জোন লক্ষ্য করে প্রায়ই হামলার চেষ্টা হয়ে থাকে। বিদ্রোহী গোষ্ঠীগুলো বেশ আগে থেকেই সাধারণত হামলা চালিয়ে আসছে। এদিকে এসবের জের ধরে ২০২২ সালের মধ্যে দেশটিতে মার্কিন সেনা কমিয়ে আনতে কাজ করছে যুক্তরাষ্ট্র।