দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কাইরিল রামাফোসা স্থানীয় সময় রোববার সকালের দিকে অসুস্থ বোধ করেন। এরপর পরীক্ষা করা হলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। রোববারই তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

জানা গেছে, তার উপসর্গ একেবারেই হালকা। দক্ষিণ আফ্রিকার মিলিটারি মেডিকেল সার্ভিস তাকে পর্যবেক্ষণে রেখেছে। এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

 

বর্তমানে সেল্ফ-আইসোলেশনে রয়েছেন রামাফোসা। বর্তমানে দেশটির ভাইস-প্রেসিডেন্ট ডেভিড মাবুজার হাতে প্রেসিডেন্টের সকল ক্ষমতা এবং দায়িত্ব রয়েছে।