৭৬ শতাংশ সম্পদের ১০ শতাংশই ধনীদের হাতে

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা মহামারিতে চাকরি বা ব্যবসা-বাণিজ্য হারিয়ে কোটি কোটি মানুষকে দারিদ্র্যে নিপতিত হতে হয়েছে। অথচ এ সময়েও বড় অঙ্কের মুনাফা ভাগিয়ে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনীরা। গত ২০১৯ মার্চ থেকে যখন লকডাউনে একের পর এক শহর জনশূন্য হয়ে যায় তখনই ফুলেফেঁপে ওঠে তাঁদের ব্যবসা। ফলে বেড়েছে ধনীদের সম্পদের পরিমাণ। সম্পদের বৈষম্যের ওপর ভিত্তি করে এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। দ্য ওয়াল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট বা বৈশ্বিক অসমতা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বের ধনকুবেরদের সম্পদের পরিমাণ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

 

প্যারিস স্কুল অব ইকোনমিকসের তৈরি ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট বা বৈশ্বিক অসমতা প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ৭৬ শতাংশ সম্পদ মাত্র ১০ শতাংশ মানুষের কুক্ষিগত হয়ে রয়েছে।

 

অসমতা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে বিশ্বের মোট আয়ের ৫২ শতাংশই কুক্ষিগত হয়েছে পৃথিবীর শীর্ষ ১০ শতাংশ ধনী মানুষের হাতে। আর মধ্যম আয়ের বৈশ্বিক ৪০ শতাংশ মানুষের হাতে গেছে ৩৯ দশমিক ৫ শতাংশ আয়। এ ছাড়া নিম্ন আয়ের ৫০ শতাংশ মানুষের হাতে গেছে ৮ দশমিক ৫ শতাংশ বৈশ্বিক আয়।

 

তবে বৈশ্বিক হিসাবে বৈষম্য দেখা দিয়েছে আরও প্রকটভাবে। বিশ্বের ৭৬ শতাংশ সম্পদ কুক্ষিগত রয়েছে শীর্ষ ১০ শতাংশ ধনী মানুষের হাতে। মধ্যম আয়ের ৪০ শতাংশ মানুষের হাতে আছে মোট বৈশ্বিক সম্পদের ২২ শতাংশ আর নিম্ন আয়ের ৫০ শতাংশ মানুষের হাতে আছে মাত্র ২ শতাংশ সম্পদ। বৈশ্বিক পুঁজির ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। বিশ্বের শীর্ষ ১০ শতাংশ ধনীর হাতেই সব সম্পত্তি কুক্ষিগত হয়ে রয়েছে।

 

প্রকাশিত প্রতিবেদনের মুখবন্ধ লিখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি ও এস্থার দুফলো।

 

মুখবন্ধে তারা জানায়, সঠিক নীতি করা হলে অসমতা নিয়ন্ত্রণে রাখা যায়। আবার ভুলনীতির কারণে অসমতা লাগামছাড়া হয়ে যেতে পারে।

 

এদিকে, বিলিয়নিয়ারদের পারিবারিক সম্পদের সম্মিলিত পরিমাণ বৃদ্ধি পেয়ে বৈশ্বিক সম্পদের ৩ দশমিক ৫ শতাংশে উন্নীত হয়েছে।