ডিসেম্বরে পৃথিবীকে অতিক্রম করবে পাঁচটি গ্রহাণু, ভয়ের কারণ আছে কি? জানাচ্ছেন বিজ্ঞানীরা

ডিসেম্বরের ১১ তারিখে ধ্বংসলীলা চালাতে সক্ষম একটি গ্রহাণু এসে পড়বে পৃথিবীর খুব কাছে। এটির নাম ৪৬৬০ 4660 Nereus। এই গ্রহাণুটির আকার প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও বেশি। এটি অন্য গ্রহাণুর থেকে ৯০ শতাংশ বড়। এটি পৃথিবীর থেকে মোট ৩০ লক্ষ কিলোমিটার দূর দিয়ে চলে যাবে বলে খবর।


ডিসেম্বরের ১৭ তারিখে 2003 SD220 নামে একটি গ্রহাণু। এটি দুবাইয়ের বুর্জ খলিফার মতো বড়। ১৭ ডিসেম্বর পৃথিবীর কাছ দিয়ে পার করে যাওয়ার কথা এটির। এই গ্রহাণুর আকার মোট ৭৯১ মিটার।


ডিসেম্বরের ২৪ তারিখে 2016 TR54 নামে একটি ছোট গ্রহাণু পার করবে পৃথিবীকে। এটির ব্যস ১০০ থেকে ২৩০ মিটারের মধ্যে।

  

ডিসেম্বরের ২৭ তারিখে 2018 AH নামে একটি গ্রহাণু পার করবে পৃথিবীকে। এটিও আকারে ছোট। এটির ব্যস ৯০ মিটার থেকে ১৯০ মিটারের মধ্যে। এটি এক বার পৃথিবীর খুব কাছে চলে এসেছিল, যখন চাঁদের থেকেও এর দূরত্ব ছিল কম। কিন্তু এ বারে দূরত্ব অনেকটাই বেশি থাকবে।


ডিসেম্বরের ২৯ তারিখে একটি বিশাল আকারের গ্রহাণু আসবে পৃথিবীর কাছে। মাত্র ৩০ লক্ষ কিলোমিটার দূরে আসার সম্ভাবনা রয়েছে এই এটির। ফলে, সামান্য যদি গতিপথ পরিবর্তন হয়, তাহলে সমস্যা বাড়তে পারে। তথ্য : নিউজ ১৪ বাংলা