আলিয়া ভাটের ১৫ মিনিটের মূল্য ৫ কোটি রুপি

বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন আলিয়া ভাট। আর তাই আলিয়াকে ক্যামেরার সামনে দাঁড় করাতে গুনতে হয় বেশ মোটা অঙ্কের অর্থ।

 

আগামী জানুয়ারিতে মুক্তি পাচ্ছে এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা ট্রিপল আর। এতে মাত্র ১৫ মিনিটের জন্য দেখা যাবে আলিয়াকে। এর জন্য ৫ কোটি রুপি নিয়েছেন এই অভিনেত্রী!

 

ট্রিপল আর সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার সিনেমায় অভিষেক হচ্ছে আলিয়ার। কমারাস ভিমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে এই সিনেমার গল্প।

 

এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এ ছাড়া আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।