করোনা টিকা দেওয়া শুরু অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ায় আজ সোমবার থেকে সাধারণ জনগণকে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। করোনা টিকা বিরোধী প্রচারণার মধ্যেই টিকাদান কার্যক্রম শুরু করল দেশটির সরকার।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে,
করোনা টিকার ৬০ হাজার ডোজ দেওয়া হবে এ সপ্তাহে। প্রথম ধাপে স্বাস্থ্যসেবাকর্মী, হোটেল
ও কোয়ারেন্টিন সেন্টারের কর্মী, পুলিশ ও সম্মুখ সারিতে কর্মরতদের টিকা দেওয়া হবে।
জানা গেছে, বৃদ্ধাশ্রমে থাকা ব্যক্তিদেরও
প্রথম ধাপে টিকা দেওয়া হবে। এরই মধ্যে চিকিৎসাকর্মী ও কোয়ারেন্টেন সেন্টারে কর্মরতরা
টিকা নেওয়া শুরু করেছেন।
এর আগে গতকাল সে দেশের প্রধানমন্ত্রী স্কট
মরিসন করোনাভাইরাসের টিকা নেন। করোনা টিকা বিরোধী বিক্ষোভের পরেও সে দেশে এক জরিপে
দেখা যায়, ৮০ শতাংশ জনগণ করোনা টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহী।
সূত্র: এএফপি


