জয় নিয়েই মাঠ ছাড়ল লুইস এনরিকের শিষ্যরা

কাতার বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার ম্যাচে রোববার রাতে সুইডেনের মুখোমুখি হয়ে হয়েছিলো স্বাগতিক স্পেন। ঘরের মাটিতে ম্যাচের শেষের দিকে আলভারো মোরাতার একমাত্র গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচটিতে ড্র করলেই কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত হতো স্পেনের অন্যদিকে সুইডেনের ম্যাচটি জিততেই হতো এমন সমীকরণে খেলতে নামা দুই দল প্রথম থেকেই খেলেছেন একেবারে ধীর গতিতে।

 

 ৭৩ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখা স্পেনের চাইতে প্রথামর্ধে উল্লেখ করার মতো বেশি সুযোগ পেয়েছিলো সুইডেনই। স্পেনের গোলপোস্ট বরাবর নেওয়া ৮ শটের লক্ষে ছিলো না একটিও। অন্যদিকে ১২ শট নেওয়ার বিপরীতে স্পেন লক্ষ্যে রাখতে পেরেছ চারটি শট।

 

ম্যাচের নবম মিনিটেই গোল পেতে পারতো স্পেন। তবে সারাবিয়ার শট দূরের পোস্টের একটু দূর দিয়ে চলে যায়।

 

১৬তম ও ৩৯তম মিনিটে গোলের সুযোাগ মিস করেন এমিল ফর্সবার্গ।

 

 ৬২তম মিনিটে গোল করার মতো পজিশনে থেকেও কোনাকুনি শট লক্ষ্যে রাখতে পারেননি আলভারো মোরাতা। ৮২তম মিনিটেও দারুণ এক গোলের সুযোগ হাতছাড়া করেন মোরতা। তবে তার মিনিট তিনেক পরেই গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। তরুন তারকা দানি ওলমোর ২০ গজ দূর থেকে নেওয়া বুলেট গতির শট ক্রসবারে লেগে ফেরার পর গোলমুখে ফাঁকায় বল পেয়ে জালে পাঠান জুভেন্টাস স্ট্রাইকার মোরাতা। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকেট। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।বিগ্রুপের আট রাউন্ড শেষে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে কাতারের টিকেট কাটল স্প্যানিশরা। আর ১৫ পয়েন্ট নিয়ে অপেক্ষায় রইল সুইডেন।