বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন আসগর

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছে আফগানিস্তান। সুপার টুয়েলভে তাদের আরও তিনটি ম্যাচ বাকি। এর মাঝেই হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দলটির সাবেক অধিনায়ক আসগর আফগান। বললেন, নামিবিয়ার বিপক্ষে আসছে ম্যাচটিই দেশের হয়ে তার শেষ।

 

নিজেদের তৃতীয় ম্যাচে রবিবার নামিবিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। এর আগের দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী আসগর। এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দেশের হয়ে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

 

আসরে স্কটল্যান্ডের বিপক্ষে দলের ১৩০ রানে জেতা প্রথম ম্যাচে আসগর ব্যাটিংয়ের সুযোগ পাননি। পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ৭ বল খেলে করেন ১০ রান। যেটি দেশের হয়ে তার ৭৪তম টি-টোয়েন্টি ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটের এই সংস্করণে ২১.৭৯ গড় ও ১১০.৩৭ স্ট্রাইক রেটে তার রান ১ হাজার ৩৫১।