রোববার থেকে ঢাবিতে সশরীর ক্লাস শুরু

রোববার থেকে সশরীর ক্লাস শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোভিডের কারণে বন্ধ হয়ে যাওয়ার ১৮ মাস পর ফের শিক্ষার্থীদের শারীরিক উপস্থিতিতে ক্লাস শুরু হচ্ছে ঢাবিতে।

গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ৫ অক্টোবর কমপক্ষে এক ডোজ কোভিড টিকা নেওয়ার শর্তে সম্মান চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়।

দ্বিতীয় ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের সমস্ত কোভিড-সুরক্ষা প্রটোকল মেনে ১০ অক্টোবর থেকে হলে ওঠার অনুমতি দেওয়া হয়।

এর আগে ২৮ সেপ্টেম্বর উপাচার্যের সভাপতিত্বে এক সিন্ডিকেট সভায় হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি ও একাডেমিক কাউন্সিল।

বাংলাদেশে কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের পর গত বছরের ২০ মার্চ থেকে ঢাবির সবগুলো হল বন্ধ ছিল। এছাড়া মহামারির কারণে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।