অন্ধদের ঔদ্ধত্য

অন্ধদের ঔদ্ধত্য
গুলজার হোসেন গরিব
ঠেলছে বাংলাদেশকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিতে
ঠেলছে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ-ইতিহাস
গোঁয়ার উগ্রপাল দৃষ্টিপ্রসারহীন অন্ধরা।
ঠেলছে কয়েক হাজার বছরের জীবনলিপি
কোটি কোটি বাঙালির রক্তে লেখা
কোটি কোটি শব্দ নিপীড়িত আত্ম ব্যঞ্জনা।
ঠেলছে বাহাত্তুরের সংবিধান তার আদিনীতি
পাঠ্যপুস্তক পাঠশালা ঐতিহ্য সংস্কৃতি উপনিবেশ
নতুন প্রজন্মের বাঙালি উদ্দীপনা।
ঠেলছে সরকারি চেয়ার আসবাবপত্র
আইন-কানুন ধারা-উপধারা
দেশকে আলোয় রাঙানোর মনন-রেখা।
ঠেলছে রাজনীতির সগৌরব
নীতি নৈতিকতা সম্প্রীতি রাষ্ট্রিয় ভাবাদর্শ
জনবান্ধব নেতাদের চিন্তাজগত।
ঠেলছে গণতন্ত্র সাম্য ধর্মনিরপেক্ষতা
ঠেলছে আমাকে আমার বিশ্বাসকে
ঠেলছে গোঁয়ার উগ্রপাল দৃষ্টিপ্রসারহীন অন্ধরা।


