পাঞ্জাবের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স

শুরুটা ভালো করলেও শেষটা ভালো হল না। যার কারণে হারতে হল ম্যাচ। আর সেই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের কাছে অনেকটাই কঠিন হয়ে গেল প্লে অফে যাওয়ার রাস্তা। শুক্রবার পাঞ্জাব কিংসের কাছে পাঁচ উইকেটে হারল কলকাতা নাইট রাইডার্স।

 

টস জিতে এদিন প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায় পাঞ্জাব কিংস। শুরুতে ঝড়ো ইনিংস দেখা গেলেও শেষটা খুবই খারাপ হয়। শেষ পাঁচ ওভারে মাত্র ৪৪রান ওঠে নাইটদের ব্যাট থেকে। মনে করা হচ্ছিল ১৮০ রান ছুঁয়ে ফেলবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ১৬৫ রানেই শেষ হয়ে যায় নাইটদের ইনিংস।

 

লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল এর দূরন্ত পারফরমেন্সে পাঞ্জাব নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় পাঞ্জাব। মায়াঙ্কের ২৭ বলে ৪০ রানের ইনিংস পাঞ্জাবের কলকাতা জয় অনেকটাই সহজ হয়ে যায়। পাঞ্জাব ইনিংসের দ্বিতীয় বলেই মায়াঙ্কের ক্যাচ ফস্কান ইয়ন মর্গ্যান। শেষ মুহূর্তেও এমন আরও একটি সুযোগ এসেছিল কলকাতা নাইট রাইডার্সের। যদিও সেই সুযোগ হারিয়ে ফেলে নাইটরা। সূত্র: কলকাতা টিভি