উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা মার্কিন যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার এ নিন্দা জানিয়ে পিয়ংইয়ংকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে আরো বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লংঘন এবং পিয়ংইয়ং এর প্রতিবেশি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি। আমরা সমস্যার কূটনৈতিক সমাধানের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এবং উত্তরকোরিয়াকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাচিছ।তথ্য: বাসস