আজ কানাডায় পার্লামেন্ট নির্বাচন, ভোটারদের বিভক্ত না হওয়ার আহ্বান ট্রুডোর

আজ কানাডার ৪৪তম ফেডারেল পার্লামেন্টের (জাতীয় সংসদ) নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় দলীয় ভোটারদের বিভক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার প্রধান প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির নেতা এরিন ওটুল। খবর রয়টার্সর।

 

নির্বাচনটি হওয়ার কথা ছিল ২০২৩ সালের অক্টোবরে। গত বছর বিরোধীদের সহায়তায় বিশাল আকারের মহামারি মোকাবিলা সংক্রান্ত সহায়তা বিল এবং অন্যান্য আইনসহ কেন্দ্রীয় বাজেট পাশ করার পরেও ২০১৫ থেকে ক্ষমতায় আসীন ট্রুডোর অভিযোগ তারা সংসদে সংখ্যালঘু সরকার এবং সংখ্যাগরিষ্ঠতার অভাবে প্রয়োজনীয় অনেক সিদ্ধান্ত নিতে তাদের সমস্যা হচ্ছে।

 

আর তাই ট্রুডো গত ১৫ আগস্ট আগাম নির্বাচনের ঘোষণা দেন। নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারণায় দলীয় ভোটারদের বিভক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার প্রধান প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির নেতা এরিন ওটুল।

 

তবে নির্বাচনের আগের বিভিন্ন জরিপ বলছে, কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই।