আইপিএল: এবার বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা কোহলির

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর ফ্র্যাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বও ছাড়তে যাচ্ছেন বিরাট কোহলি। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসর শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।

 

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে বেঙ্গালুরু। সেখানে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন সময়ের অন্যতম সেরা তারকা কোহলি। ২ মিনিট ৯ সেকেন্ডের ভিডিওতে কোহলি বলেন, আরসিবিতে অসাধারণ এবং অনুপ্রেরণামূলক সফর ছিল আমার। ভালোমানের খেলোয়াড়কে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। আরসিবির ম্যানেজমেন্ট, কোচ, সাপোর্টিং স্টাফ, খেলোয়াড় এবং আরসিবির গোটা পরিবারকে ধন্যবাদ জানানোর সুযোগটি হাতছাড়া করতে চাই না। প্রত্যেকে যেভাবে এই ফ্র্যাঞ্চাইজিটি বছরের পর বছর গড়ে তুলেছে তা সত্যি দারুণ ছিল। আরসিবির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। কিন্তু দলের বড় চাওয়া পূরণ করতে এটা সেরা সময় নিজেকে সরিয়ে নেওয়া। আরসিবি পরিবার সব সময়ই আমার হৃদয়ে থাকবে এবং দলকে সর্বোচ্চ সাফল্য দিতে আমার ক্ষুধা অব্যাহত থাকবে। আমি এর আগেও বলেছি, আমার অবসরের শেষ দিন পর্যন্ত আমি আরসিবির হয়ে খেলতে চাই।

 

তার মতে, আমি জাতীয় দলের দায়িত্ব ছেড়েছি নিজের কাজের চাপ কমাতে। এখানেও তাই। নিজেকে পরিপূর্ণ ব্যাটসম্যান হিসেবে মেলে ধরতে চাই।

 

উল্লেখ্য, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন কোহলি। ২০১৩ সাল থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন।