তামিম-লিটন-তাইজুলের উন্নতি, অবনতি মুশফিক-মুমিনুলের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে দল
হেরেছে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তামিম ইকবাল, লিটন দাস ও তাইজুল
ইসলাম। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই তিন ক্রিকেটারের।
বুধবার সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাতে তামিম-তাইজুলরা হাসলেও হতাশার খবর আছে মুশফিকুর
রহীম, মুমিনুল হকদের জন্য।
ঢাকা টেস্টে তামিম দুই ইনিংসে করেন ৪৪
এবং ৫০ রান। এতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন বাঁহাতি এই ওপেনার। ৩৭
থেকে ওঠে এসেছেন ৩২তম অবস্থানে।
সবচেয়ে বড় লাফ দিয়েছেন লিটন দাস। পুরো
সিরিজেই ধারাবাহিক থাকা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ঢাকায় দুই ইনিংসে করেন ৭১ এবং ২২
রান। তাতেই র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা ৫০৭ রেটিং পয়েন্ট নিয়ে
চলে এসেছেন ৫৪ নম্বরে।
বাংলাদেশি বোলারদের মধ্যে ৫ ধাপ এগিয়েছেন
তাইজুল ইসলাম। ঢাকা টেস্টে দুই ইনিংসে ৪টি করে ৮ উইকেট নেয়া এই বাঁহাতি স্পিনার ২৭
থেকে ওঠে এসেছেন ২২ নম্বরে।
তবে টেস্টে বাংলাদেশের দুই ব্যাটিং স্তম্ভ
মুশফিকুর রহীম আর অধিনায়ক মুমিনুল হকের অবনতি হয়েছে র্যাঙ্কিংয়ে। ঢাকা টেস্টে দুই ইনিংসে
৫৪ আর ১৪ রান করলেও এক ধাপ নিচে নেমে গেছেন মুশফিক, এখন তিনি ২৩তম স্থানে।
ঢাকায় দুই ইনিংসে বিশের ঘরেই আটকে যান
মুমিনুল হক, করেন ২১ আর ২৬ রান। যার ফলে অবনতি হয়েছে বাংলাদেশ দলপতির। ৩৩ থেকে তিন
ধাপ পিছিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান চলে গেছেন ৩৬ নম্বরে।


