জেনে নিন চাল ধোয়া পানি রূপচর্চার উপকরণ

ভাত রান্নার সময় চাল ধোয়া পানি ফেলে দেয়াটাই স্বাভাবিক। তবে এই ফেলে দেয়া পানিও যে রূপচর্চার উপকরণ হতে পারে তা হয়তো জানেন না অনেকেই।

 

বিশেষজ্ঞরা বলছেন, চালের ময়লাই শুধু নয়, অনেকটা পুষ্টিও চলে যায় চাল ধোয়া পানির সাথে। তাই সেই পানি ফেলে না দিয়ে, ত্বক ও চুলের যত্নে কাজে লাগিয়ে ফেলতে পারেন সহজেই।

 

কী উপকার পাওয়া যায় চাল ধোয়া পানি থেকে?

Ø  গরম কিংবা বর্ষায় অনেক বেশিক্ষণ বাইরে থাকলে ত্বকে জ্বালা ভাব হতে পারে। এমন হলে, কিছুটা চাল ধোয়া পানিতে মুখটা ধুয়ে নিয়ে পরিস্কার পানিতে আরেকবার ধুয়ে ফেলুন, অস্বস্তি কমে যাবে অনেকটাই।

 

Ø  বেশিক্ষণ রোদে থাকলে ত্বক পুড়ে যায়। সেই পোড়া ভাব দূর করতে অকেটাই কাজে দেয় চাল ধোয়া পানি।

 

Ø  যাদের চুল ও ত্বক খুব তেলতেলে তাদের এই তেলতেলে ভাব দূর করতে, জন্য চাল ধোয়া পানি কাজ করে টনিকের মতো।

 

Ø  শাম্পু করার আগে মিনিট পনেরো চালের পানিতে চুল ভিজিয়ে রাখুন, চুলের খসখসে ভাব দূর হবে।

 

Ø  চুলের ডগা ফেটে যাওয়া কমাতেও একই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

সূত্র : আনন্দ বাজার পত্রিকা