বরগুনায় ৩০০ পরিবারে মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

দেশে চলমান মহামারি নভেল করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে বরগুনা জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।


রোরবার (১৫ আগষ্ট) দুপুর দেড়টায় জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুর রহমান প্রায় ৩ শতাধিক পরিবারে মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করেন ।


উপহার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারি প্রকৌশলী মো. জাহিদুর রহমানসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।


এ সময় প্রত্যেক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ও ১টি সাবান প্রদান করা হয়।


এছাড়াও এ কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদের আয়োজনে জেলার ৬টি উপজেলার মোট ২ হাজার ২শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহয়তা বিতরণ করা হবে।


অপরদিকে, বিকাল ৫টায় বাদ আসর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী স্মরণে মিলাদ দোয়া ও মিষ্টি বিতরণ করেছে এবং সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে বরগুনা জেলা পরিষদ কর্তৃপক্ষ।