আফগান নেতাদের তালেবানের সাথে আলোচনার আহ্বান পাকিস্তানের

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়েদ ইউসুফ শুক্রবার বলেছেন, আরও সহিংসতা এড়াতে আফগান নেতাদের তালেবানদের সঙ্গে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে দ্রুত মীমাংসায় পৌঁছানোর চেষ্টা করার আহ্বান জানাচ্ছে পাকিস্তান।

 

ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা এই আহ্বান করেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

 

ইউসুফ বলেন, 'আমার বিশ্বাস যদি তারা আলোচনায় বসতে পারে তাহলে এক ধরনের বন্দোবস্ত নিয়ে আসতে পারবে। আফগানরা যে সিদ্ধান্ত নেবে আমরা তাকে সম্মান করব।'

 

তিনি আরও বলেন, যদি আমরা আফগান সংকট নিয়ে রাজনৈতিক মীমাংসার প্রচেষ্টা না চালায় ইতিহাস আমাদের খুব খারাপভাবে বিচার করবে।

 

ইউসুফ পাকিস্তানকে সমর্থন করে বলেন, অতীতে আফগান শান্তি প্রক্রিয়াকে সহজতর করতে তারা যথাসাধ্য চেষ্টা করেছে। আমরা কেবল একটি বার্তা দিতে পারি- পাকিস্তান শান্তির জামিনদার হতে পারে না, কেবল সহযোগিতা করতে পারে।

 

তিনি বলেন, আফগানরা রাজনৈতিকভাবে যে সিদ্ধান্ত নেবে প্রত্যেককে তাতে সম্মান করা উচিত।

 

পাকিস্তান বারবার আফগান সংঘাতে পক্ষ নেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জুনে ইসলামাবাদে পাক-আফগান দ্বিপাক্ষিক আলোচনার উদ্বোধনী অধিবেশনে বলেছিলেন, পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার 'স্পষ্ট সিদ্ধান্ত' নিয়েছে। সূত্র : ডন