দেশে সব বিভাগে বৃষ্টিপাতের আভাস

মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয়,
অন্যত্র মোটামুটি সক্রিয় থাকায় দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে
মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের
ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বুধবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে দেশের কোথাও কোথাও বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর,
রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম
বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা
বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারি
বর্ষণ হতে পারে।
পরবর্তী দুদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে
পারে। পরের পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া
অধিদপ্তর।
বুধবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রাজশাহীতে ৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সিলেটে ৯১, সন্দ্বীপে
৬১, নেত্রকোনায় ৫৯, চট্টগ্রামে ৫৫ ও বগুড়ায় ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায়
মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এছাড়া, সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে
২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের
সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিম্ন তাপমাত্রা
বগুড়ায় ২৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা
৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
রেকর্ড করা হয়।/ক.ক


