হানি সিংয়ের বিরুদ্ধে মামলা করল স্ত্রী

বলিউডের জনপ্রিয় র্যাপ গায়ক হানি সিংয়ের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী শালিনী তলওয়ার। মঙ্গলবার (৩ আগস্ট) দিল্লির তিস হাজারি আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানিয়া সিংয়ের এজলাসে উইমেন প্রটেকশন অ্যান্ড ডমেস্টিক ভায়োলেন্স আইনে মামলা দায়ের করেন শালিনী।
আগামী ২৮ আগস্টের মধ্যে হানি সিংকে তার
জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে আদালত আরো একটি নির্দেশনা জারি করেছে।
হানি সিং ও শালিনীর নামে যৌথভাবে যে সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে তা এই সময়ের
মধ্যে কোনো বিক্রি করা যাবে না।
প্রেম ও বিয়ে মিলে হানি ও শালিনীর সম্পর্ক
২০ বছরের। ২০১১ সালে শিখ রীতি অনুযায়ী দিল্লির ফার্ম হাউজে বিয়ে করেন তারা।
হানি সিং ‘ব্লু আইজ’, ‘হাই হিল’ও ‘লুঙ্গি ডান্স’-এর মতো একাধিক
হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের।


