খোলামেলা ছবি পোস্ট করে তুমুল সমালোচনায় পায়েল

সম্প্রতি প্রেম আমার খ্যাত নায়িকার পোস্ট
করা নতুন খোলামেলা ছবিটি নিয়ে তুমুল সমালোচনা করছেন নেটিজেনরা।
আগেও কটাক্ষের শিকার হয়েছেন পায়েল। এবার
খোলামেলা পোশাকের ছবি আপলোড করে রীতিমতো নেটিজেনদের খারাপ মন্তব্য সহ্য করলেন তিনি।
নিজের ইনস্টাগ্রামে একটি খোলামেলা ছবি
পোস্ট করেছিলেন অভিনেত্রী। ছবিতে পায়েলকে দেখা যায়, সুইমিং পুলের পাশে নীল গাউন পরে
বসে থাকতে। ছবি আপলোড করে পায়েল লিখেছেন, ‘সানডে মুড!’
এদিকে সেই ছবি দেখে নেটিজেনদের চোখ আটকেছে
পায়েলের উন্মুক্ত পায়ের দিকেই। আর তা দেখেই হইচই পড়ে যায় নেটদুনিয়ায়।
ছবিটি পোস্ট করার পর অনেক ভক্ত তার সৌন্দর্যের
প্রশংসা করছেন। আর অনেক নেটিজেন নোংরা মন্তব্য করছেন তার উন্মুক্ত পা দেখে। ছবিটি
দেখে এক নেটিজেন টেনে আনেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত ‘রগড়ে দেব’ মন্তব্যটি। বিধানসভা
নির্বাচনের আগে শিল্পীদের রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে এমন উক্তি করেছিলেন দিলীপ।
সেই মন্তব্য উল্লেখ করে ওই নেটিজেন লেখেন,‘দিলীপদা রগড়ে দেবেন!’
কেউ আবার লিখেছেন, ভোটের আগে এসব করলে
ভোটে জিতে যেতেন।
এতো মন্তব্যের ভিড়েও ভক্তরা পায়েলের প্রশংসা
করতেও কমতি রাখেননি।


