বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রতিটি ম্যাচ হবে সন্ধ্যায়

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে
আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। তিনদিনের কোয়ারেন্টাইনের
পর শুরু হবে মাঠের লড়াই। এ সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে কুড়ি ওভারের ফরম্যাটের ম্যাচগুলো কখন মাঠে গড়াবে সেটি নিশ্চিত ছিল না। আজ (সোমবার)
আকরাম খান জানিয়েছেন, সিরিজের প্রতিটি ম্যাচ হবে সন্ধ্যা ৬টায়।
গণমাধ্যমে আকরাম বলেন, ‘এটা আগেই চূড়ান্ত
ছিল। সন্ধ্যা ৬টায় শুরু হবে। এখনও সেটাই চূড়ান্ত আছে। চাইলে দুই বোর্ড আলোচনা করে
পরিবর্তন করতে পারবে।’
সূচি অনুযায়ী দুই দলের মাঠের লড়াই শুরু
হবে আগামী ৩ আগস্ট। পরের চার ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। চটজলদি সিরিজ খেলে ঢাকা ছাড়বে
অজি ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। দিবা-রাত্রির
প্রতিটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
অজি দল এখন আছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে
ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলবে আগামী ২৭ জুলাই। এরপর
চার্টাড বিমানে ঢাকা আসবে তারা। রাজধানীতে নেমেই চলবে তাদের তিনদিনের রুম কোয়ারেন্টাইন।
এরপর ১ আগস্ট মিরপুরে শুরু অনুশীলন।
বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল
অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন
বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস
হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ,
জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু
টাই, অ্যাডাম জাম্পা ও ম্যাথু ওয়েড।


