কঠোর লকডাউনেও খোলা থাকছে বীমা কোম্পানি

মহামারি নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই বিধিনিষেধের মধ্যে শিল্প-কারখনা বন্ধ থাকলেও বীমা কোম্পানির কার্যালয় খোলা থাকবে।

 

রোববার (১৮ জুলাই) এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট বীমা/আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

 

এর আগে করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় গত ১৩ জুলাই ২৩টি শর্ত সংযুক্ত করে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।