জয়পুরহাটের ক্ষেতলালে করোনায় এক বৃদ্ধা নারীর মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলালে কোভিট-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাবেয়া (৭০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। মৃত রাবেয়া উপজেলার বিনাই গ্রামের ময়েজ উদ্দিনের স্ত্রী।

 

বুধবার (৭ জুলাই) সকালে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

জানা গেছে, গত ২৬ জুন রাবেয়া করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা অবস্থায় তার শারীরিক অবনতি হওয়ায় গত ৪ জুলাই বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৭ টার সময় তার মৃত্যু হয়। বুধবার বাদ যোহর তাকে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (পঃপঃ) ডাঃ আতাউর রহমান জানান, করোনায় আক্রান্ত হয়ে রাবেয়ার মৃত্যুসহ এই উপজেলায় সর্বমোট ৪ জনের মৃত্যু হলো।

 

তিনি আরও জানান ইতি পূর্বে উপজেলার আলমপুর ইউনিয়নের সুহলী নদাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক,বড়তারা ইউনিয়নের তারাকুল গ্রামের চম্পা বেগম এবং ক্ষেতলাল পৌর এলাকার রসালপাড়া মহল্লায় রানু বেগম করোনা আক্রান্ত হয়ে মারা যান।

 

এ পর্যন্ত উপজেলায় ২ হাজার ৬ শত ৮৯ জনের নুমনা সংগ্রহ করা হলে ৩ শত ২০ জন করোনায় আক্রান্ত হয়। তাদের মধ্যে ২ শত ২০ জন সুস্থ্য হয়েছেন এবং ৯৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।