যৌথ মহড়ায় অংশ নিতে ইসরায়েলে মরক্কোর সামরিক বিমান

প্রথমবারের মতো মরক্কোর একটি সামরিক বিমান ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইহুদিবাদী দেশটিতে অবতরণ করেছে বলে জানা গেছে। গত রবিবার মরক্কো বিমান বাহিনীর একটি সি-১৩০ কার্গো বিমান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় হাতজোর বিমান ঘাঁটিতে অবতরণ করে।

 

জানা গেছে, পাবলিক ফ্লাইট-ট্র্যাকিং সফটওয়্যারে বিমানটির অবস্থান ধরা পড়ে; যদিও ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী মরক্কোর সামরিক বিমান অবতরণের খবর নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে।

 

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর সহযোগিতা রয়েছে এবং এসব দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গেও আমাদের কর্মকর্তাদের নিয়মিত বৈঠক হচ্ছে।

 

তবে তিনি বিষয়টিকে স্পর্শকতার উল্লেখ করে এসব দেশের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান। উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো গত ডিসেম্বরে মুসলিম বিশ্বের প্রধান শত্রু ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

 

অল্প কিছু দিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর চতুর্থ দেশ হিসেবে এই ন্যক্কারজনক কাজ করে মরক্কো। মিশর ও সিরিয়ার নেতৃত্বে ১৯৭৩ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল মরক্কো। সূত্র : পার্সটুডে।