কবিতা: শূন্য আকাশ

শূন্য আকাশ

 দেবব্রত দাস

আমার শূন্য আকাশে ভোর হতেই

আঁকা হয় তোমার জল ছবি ।

সীমাহীন ভালবাসা বুকে নিয়ে!

তোমার উপস্থিতি অনুভব করতেই !

অচেনা ঢেউ এসে মুছে দিয়ে যাই -

মুছে দিয়ে যাই,তোমার ছবি !

মুছে দিয়ে যাই আমার স্বপ্নকে!

শূন্য করে দিয়ে যাই আমার নীলাকাশ!

আমি অপারক, অপারক আমি ,

আপারক আমি দাঁড়িয়ে থাকি একা !

আমার শূন্য আকাশ নিয়ে !

তোমার ছবির অপেক্ষায় ,

আবার,আবার ,একটা ভোরের অপেক্ষায় ।