বেলজিয়ামে স্কুলের ভবন ধসে পাঁচজন নিহত

বেলজিয়ামে স্কুলের ভবন ধসে পাঁচজন নিহত হয়েছেন। নিহত পাঁচজনই নির্মাণ শ্রমিক। স্থানীয় সময় শুক্রবার (১৮ জুন) বিকেলে দেশটির আন্টওয়ার্প শহরের একটি স্কুলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার বিকেলে হঠাৎ করেই স্কুল ভবনের একটি অংশ ধসে পড়ে। এরপরই ওই পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হন। তারা সবাই ঘটনাস্থলে কাজ করছিলেন। ভবন ধসে পড়ার কারণ অবশ্য এখনও জানা যায়নি।

 

বেলজিয়ান প্রধানমন্ত্রী আলেকান্ডার ডি ক্রোকে সাথে নিয়ে দেশটির রাজা ফিলিপ শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের দুজন পর্তুগাল ও রোমানিয়ার। বাকীদের পরিচয় জানা যায়নি। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় নয়জন আহত হয়েছে।

 

স্কুলটি নির্মাণাধীন থাকায় ওই সময় কোন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল না। দুর্ঘটনার কারণ জানা যায়নি। হতাহত সকলেই নির্মাণ কোম্পানী ডেমোকোর সাব কন্ট্রাক্টর।

 

বার্তা সংস্থা বেলগার খবরে এ কথা জানিয়ে বলা হয়েছে, ডেমোকোর ব্যবস্থাপনা পরিচালক ফ্রেডরিক বিজনেন্স বলেছেন, দুর্ঘটনার কারণ জানতে ব্যাপক পরিসরে তদন্ত শুরু করা হবে।