এবার ইমনকে ধর্ষণের হুমকি দিল এক যুবক

সোশ্যাল মিডিয়াতে বহুবার আক্রমণ করা হয়েছে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকে। কখনো ত্রাণের ছবি পোস্ট করে কিংবা বিয়ের পর শাখা-সিঁদুর পরেননি কেন তা নিয়েও আক্রমণ করা হয় তাকে।

 

এবার আরও ভয়ংকর ঘটনা ঘটেছে। যোগাসনের ছবি পোস্ট করেও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ধর্ষণের হুমকি পেলেন গায়িকা।

 

গেলো শুক্রবার সকালে যোগাসন করার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন ইমন। ক্যাপশনে লেখেন, স্ট্রেচ স্ট্রেচ গুড মর্নিং। তার এই ছবি পোস্ট হওয়ামাত্রই লাইক, কমেন্টের বন্যা বইতে থাকে। কেউ কেউ তার ফিটনেসের প্রশংসা করেন। তবে এক যুবক আচমকাই ইমনকে ধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ। তা নজরে আসতে নেটিজেনরা বিরোধিতা করেন।

 

এমন মন্তব্য করা অনুচিত, তা কমেন্ট বক্সেই জানান তারা। কিন্তু কেউ কেউ আবার ওই যুবককে পরোক্ষে সমর্থন করে। যোগাসনের ভঙ্গিমায় দেয়া ছবিকে অশালীন বলতেও ছাড়েননি তারা। ওই যুবকের কমেন্ট নজর এড়ায়নি খোদ শিল্পীরও।

 

ঘূর্ণিঝড় ইয়াস-এর দাপটে বাংলার উপকূলের জেলাগুলোর অবস্থা খুব খারাপ। সেসব দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন ইমন। গ্রামে গ্রামে ঘুরে ত্রাণ বিলি করছেন তিনি। তবে ত্রাণ বিলির প্রস্তুতির ছবি পোস্ট করেও কটাক্ষের শিকার হয়েছিলেন ইমন।