ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না সাকিব

ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

বৃহস্পতিবার (১০ জুন) ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ষষ্ঠ ম্যাচেও নিজের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন সাকিব।

 

এদিন সাকিব শূন্য রানে আউট হয়ে ফিরেছেন সাজঘরে। এই নিয়ে চলতি লিগে দ্বিতীয়বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।

 

সাকিবের ব্যর্থতার দিনে বিপদে পড়েছে মোহামেডানও। রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় মোহামেডান।

 

লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে নামেন সাকিব। ব্যাটিংয়ে নেমে পাঁচ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। ষষ্ঠ বল মোকাবেলা করতে গিয়ে শর্ট থার্ড ম্যান অঞ্চলে পিনাক ঘোষের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি।

 

এবারের প্রিমিয়ার লিগের শুরুতেই খেলছেন সাকিব। ছয় ম্যাচের মধ্যে প্রথমটিতে সর্বোচ্চ ২৯ রান করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে আউট হন শূন্য রানে। পরের তিন ম্যাচে করেন যথাক্রমে ২০, ২, ২২ রান। আর আজ ষষ্ঠ ম্যাচে করেন শূন্য।