ভালবাসার কৃষ্ণচূড়া

ভালবাসার কৃষ্ণচূড়া

----------------------------

           দেবব্রত দাস।

           -------------------

ভাল লাগত সে আঁকাবাঁকা পথ

চৌরাস্তার মোড়ে কৃষ্ণচূড়ার গায়ে-

               প্রেমের নামটি লিখেছিলাম !

প্রথম উপলব্ধি ভালবাসার !

প্রথম উপলব্ধি ভালো লাগার!

 

একটা চরম আত্মবিশ্বাস নিয়ে,

সকালে ঘুম থেকে ওঠা ।

প্রথমেই চোখ পড়তো মোবাইলে,

              খুঁজতাম তোমার শুভেচ্ছা বার্তা।

 

মোবাইলে ট্রিংট্রিং আওয়াজে,

তোমার ছবি ভেসে উঠত কল্পনায় ।

ফোন টা রিসিভ করলে -

যখন অন্য কারো কন্ঠ পেতাম ।

বিশ্বাস করো !

              ভীষন রাগ হতো ।ধ্যাৎ,,,

 

মনে কি পড়ে,,,,,,?

ভালবাসার শহরে গেছি কত বার !

খুঁজে বেরিয়েছি সুখ দুজনে !

তোমার চোখের ভালবাসায়-

                        ডুবেছি বহুবার ।

প্রেমের পরশ লাগিয়েছি কত গায়ে।

 

খোঁপায় তোমার কৃষ্ণচূড়া ফুল-

                               সাজিয়েছো বহুবার।

সীমাহীন ভালবাসা বুকে নিয়ে-

                প্রথম যখন তোমার অস্তিত্ব একেছিলে।

তোমার অকৃপন ভালবাসায়,

            আমার প্রথম পবিত্র স্নানে -

                           আমাকে মুগ্ধ করেছিলে  !

 

ভালবাসা বলতে তখন কেবল-

                               তোমাকেই বুঝতাম!

ভাললাগার মানুষ টিও ছিলে তুমি !

কত প্রতিশ্রুতি, কত কথা হত দুজনার,

                                      ঐ কৃষ্ণচূড়ার নিচে ।

ভাললাগার কত স্মৃতি

              আজও কথা বলে ঐ কৃষ্ণচূড়ার গায়ে ।

ভালবাসার কৃষ্ণচূড়া-

                  আজও সেই কথাই বলে ।।