ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে সপ্তাহের প্রথম দিনের লেনদেন

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শেষ হলেও চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। প্রথম দিনে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এখন পর্যন্ত লেনদেনের গতিও সন্তোষজনক।

লেনদেন শুরুর প্রথম আধঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ২০ পয়েন্ট বেড়ে স্থির হয় পাঁচ হাজার ৫০৫ পয়েন্টে। তবে সূচক বাড়লেও কমে গেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। এখন পর্যন্ত ৯২ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। এর বিপরীতে কমতে দেখা গেছে ৯৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।  এ সময়ের মধ্যে মোট লেনদেন হয়েছে ১১৪ কোটি টাকা।

এদিকে এখন পর্যন্ত দরবৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে কেয়া কসমেটিকস, তৌফিকা ফুড, ডেল্টা স্পিনিং, মেঘনা পিইটি, এমারাল্ড অয়েল, গোল্ডেনসন, অলটেক্সসহ আর কিছু কম দরসম্পন্ন কোম্পানির শেয়ার।