বিশ্বব্যাংকের পাশে থাকার প্রতিশ্রুতি সৌদির

পর্যটন খাতের উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের নেয়া আর্থিক সহায়তা প্রকল্পে অংশ নিতে চায় সৌদি আরব। প্রথম পর্যায়ে আগামী পাঁচ বছরে এ খাতে তহবিলের পরিমাণ ৫০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য বিশ্বব্যাংকের। শুরুতেই ১০ কোটি ডলার দিয়ে প্রথম দেশ হিসেবে বিশ্বব্যাংকের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি। খবর ব্লুমবার্গ।

 

একই সঙ্গে বিশ্বের অন্য দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এ লক্ষ্যে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়, বিশ্বব্যাংক ও বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) একটি সমঝোতা স্মারক সই করেছে। সমঝোতা অনুযায়ী স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে। এটা প্রকৃতির বাস্তুসংস্থানকে ক্ষতিগ্রস্ত করবে না, যেখানে প্রচুর নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং যার মাধ্যমে বেসরকারি খাত ও অর্থনীতির উন্নয়ন হবে। এ সহযোগিতার লক্ষ্য হলো বৈশ্বিকভাবে একটি মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড গঠন করা। বিশ্বব্যাংকের এ উদ্যোগ অর্থনৈতিক উন্নয়নের জন্য পর্যটন খাতকে সহায়তা করবে।