১০ ডলারে টিকা দেয়ার কোনো চুক্তিই হয়নি

বাংলাদেশকে সিনোফার্ম ভ্যাকসিনের প্রতি ডোজ ১০ ডলারে দিচ্ছে চীন। অথচ একই ভ্যাকসিন শ্রীলঙ্কা পাচ্ছে ১৫ ডলার খরচ করে। এমন খবর নিয়ে শ্রীলঙ্কার গণমাধ্যম এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়।

 

তীব্র সমালোচনার মুখে শ্রীলঙ্কার ওষুধ উৎপাদন, সরবরাহ ও নিয়ন্ত্রণ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক চেনা জয়াসুনামা এ নিয়ে মুখ খুলেছেন।

 

জয়াসুনামা বলেছেন, বাংলাদেশকে ১০ ডলারে ভ্যাকসিন দেয়ার মতো কোনো চুক্তিই হয়নি। এখনো দাম নিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের আলোচনা চলছে। সিনোফার্ম কোম্পানি এবং চীনা দূতাবাস সূত্রে তিনি এমনটা জেনেছেন বলে দাবি করেছেন।

 

শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর জানায়, শ্রীলঙ্কা সাড়ে ৫ ডলারে প্রতি ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন কিনেছিল। কিন্তু শিগগিরই চীন থেকে যে ২ কোটি সিনোফার্ম ভ্যাকসিন আসছে তার প্রতি ডোজ শ্রীলঙ্কাকে ১৫ ডলারে কিনতে হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ছে।

 

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা উল্লেখ করে কলম্বোর চীনা দূতাবাস বলেছে যে, বাংলাদেশ এখনো চীনের সঙ্গে ভ্যাকসিনের মূল্য নির্ধারণ, ভ্যাকসিন সংগ্রহ নিয়ে কোনো চুক্তি চূড়ান্ত করেনি।

 

এ ব্যাপারে তাদের সঙ্গে ঢাকার চীনা দূতাবাস এবং সিনোফার্মের কথা হয়েছে জানিয়ে দূতাবাস বলেছে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী গত সপ্তাহে সাফ জানিয়ে দিয়েছেন যে দাম নির্ধারণসহ ভ্যাকসিন সংগ্রহ চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া খবর ইতোমধ্যেই চলমান আলোচনায় ঝামেলা সৃষ্টি করেছে।

 

উদ্ভূত পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা এমপি দাবি করেছেন, (বাংলাদেশের সঙ্গে তুলনা করলে) চীন থেকে কেনা সিনোফার্ম ভ্যাকসিনের ১৪ মিলিয়ন ডোজের জন্য কেন শ্রীলঙ্কা অতিরিক্ত ৭০ মিলিয়ন ডলার অর্থ প্রদান করছে তা সরকারকে ব্যাখ্যা করতে হবে।

 

এক বিবৃতিতে তিনি বলেন, শ্রীলঙ্কা সরকার সিনোফার্ম ভ্যাকসিনের জন্য ১৫ ডলার দিয়েছে, তবে বাংলাদেশ এর জন্য মাত্র ১০ ডলার দিয়েছে।