বিমান দুর্ঘটনায় নিহত সেনা প্রধানকে খার্তুমে সমাহিত

বৈরি আবহাওয়ার কারণে ১০ জন সামরিক কর্মকর্তাসহ
বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার একদিন পরে নাইজেরিয়ার শীর্ষ সামরিক কমান্ডার লেফটেন্যান্ট
জেনারেল ইব্রাহীম আতাহিরুকে শনিবার রাজধানী আবুজায় সমাহিত করা হয়েছে।
এটি ছিল এ বছরের তৃতীয় বিমান দুর্ঘটনা।
সামাজিক নেটওয়ার্কে সেনাবাহিনীর পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় রাজনৈতিক নেতা এবং সামরিক
কমান্ডাররা জাতীয় মসজিদে সেনাবাহিনী প্রধানের জানাজায় অংশ নিয়েছেন।
দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতা এবং এক দশকের
বেশী সময় ধরে জেহাদী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই জোরদারে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি
গত জানুয়ারিতে আতাহিরুকে সেনাপ্রধান নিয়োগ করেন।
তবে উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে বিমান
বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টা পরে প্রেসিডেন্ট তাঁর শোক প্রকাশ করেন এবং তিনি জানাজা ও
দাফন অনুষ্ঠানে অংশ না নেয়ায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন।
প্রতিদ্বন্ধী গ্রুপের মধ্যে লড়াইয়ে নাইজেরিয়ার
বোকো হারামের জেহাদি নেতা আবুবকর শেকাউ নিজে গুরুতর আহত অথবা নিহত হয়েছেন এই খবর ছড়িয়ে
পড়ার মধ্যেই আতাহিরুর মৃত্যুর খবর আসে।
সশস্ত্র বাহিনী জানিয়েছে, বিমানটি “দুর্যোগপূর্ণ
আবহাওয়ার কারণে” খার্তুম বিমান
বন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।


